জোনাকি -
আলী মোঃ ইউসুফ
Published on: মে 16, 2019
এই শুনছো,
সেদিন ই তো দেখা হয়েছিলো।
মাথায় হিজাব পেচিয়ে পাশেই বসেছিলে
দেখেছিলাম একবার আড়াল চোখে,
কে এই মেয়ে সবার মতই তো।
কিন্তু ভাবিনি তুমি সেই প্রিয়সি
যার খেয়াল না রাখাই স্বপ্ন।
অনন্ত ফুলের বাগিচায় তুমি একমাত্র গোলাপ,
যার কথা ভেবেই হৃদয়ে ঝঙ্কার তোলে।
এই শুনছো,
তোমাকেই বলছি
তোমায় নাম দিয়েছি জোনাকি
এসেছিলে অচেনা হয়ে
কিন্তু জোনাকির অগ্নি শিখার মত দীপ্তিময় করেছো।
রাগাতে চাইছো!
রেগে থাকা অসম্ভব হয়ে পড়েছে
আমার প্রেমবাণি শুনে তুমি আশ্চর্য,
এভাবে তাকাও যেন আকাশ ভেঙ্গে পড়েছে।
তোমার চাহনিতে প্রেমের আভাষ
যদি পারো ভালোবেসে যেও
অপেক্ষায় আছি।

Add to favorites
703 views