ঝিংগে সরু কোমর -
এইচ বি রিতা
Published on: মে 17, 2013
হরিনী চোখ, ঝিংগে সরু কোমর-হাতের কাকন
সাত জনম ধরে আমি ছুটেছি তোমার পিছন।
অমাবশ্যায় চারদিক মৃত প্রায়,
আধঁরের কোল ঘেসে সোনালী আঁক
রুপোর ইলিশের মত জলে উঠে
তোমার চোখে হাজারো নক্ষরের ঝাঁক।
অবাক পৃথিবী যায় মহাশুন্যে হাড়িয়ে,
মেঠো পথের বাঁকে যেমন
সোনালী রোদ্দুর পাশ কাটিয়ে
চারুলতা, দেবদারু আর অশ্বথ ঠাঁয় রয় দাড়িয়ে।
কতবার ঘোর লাগা চোখে
অকেজো মস্তিষ্ক দুর্বল চিত্তে দিয়েছে হানা
টকটকে লাল সুর্য্য টিপ একেঁছি কপালে
সঝনে ডাটায় আংগুল চেটে খাওয়া,
যেন অভুক্ত শিকারীর সামনে মাংসের থালা।
শঙ্খ সাগরে কতবার ভাসিয়েছি চর
ওজান ভাটিতে তোমার আমার নিষিদ্ধ ঘর
লজ্জাবতি গাছেরা নুইঁয়ে মানব স্পর্শে
শিশির কনা ঝড়ে গোলাপের সংস্পর্শে।
তোমার রুপ যেন নাভীর ভাঁজে
সুঠাম পুরুষের ঘর্মাক্ত বিন্দুজল
তোমার বক্ষমাঝে আমার চিরতরে তীর্থ যাত্রা
এনে দেয় প্রসান্তি; উর্ভরতায় সন্মোহনী ফসল।

Add to favorites
1,554 views