ডার্ক এভিলকে লিখা পেন্সিলে আকা পরীর একটি কবিতা… -
এইচ বি রিতা
Published on: আগস্ট 20, 2016
কোনো এক প্রভাত বেলায় অথবা কোনো সোনালী বিকেলে তুমি এসেছিলে,
তুমি এসেছিলে সমুদ্রের ঢেউয়ে চেপে এই বালুকাবেলায় ;
এসেছিলে ঝন্ঝা হয়ে পৃথিবীর সমস্ত আবর্জনা দু হাতে সরিয়ে এক আলোকিত রোদ্দুরে পৃথিবী ভরাতে।
এই ধরায় আছে যতো অবিচার,ত্রাস হয়ে তাকে দু পায়ে দলতে,
রোগে,শোকে কাতর এই প্রকৃতিকে তুমি দিয়েছো একটা গোটা বসন্ত ।
মেয়ে….
তোমার জন্মলগ্ন যেন ছিল কখন !বলবে কি?
আমি না হয় কোষ্ঠি বিচারে গুনবো সে ক্ষন,জানবো কোথা থেকে তুমি পেলে গো এতো শক্তি !
তুমি রাইকিশোরী বিনোদিনী….
দু চোখে রাখো প্রেম প্রেমিকের আহবানে,
বুকে ধরে রাখো অমোঘ তৃষ্ণা
তাকে পেরোবার।
মৃন্ময়ী….
যে মৃন্ময় তোমার বুকের কাঠিকে বিরহের ঘুণপোকা হয়ে ঠুঁকরে কাটে !
তাকে তুমি দেবী হয়ে বরাবরই দিয়েছো বর চিরন্জীব হবার।
তুমি দ্রোহীকন্যা…..
তোমার দ্রোহের আগুনে জ্বলে পুড়ে খাঁক হয় রোজ পিশাচ,বর্বর!
ভালোবাসার লাঙ্গল চড়াও তুমি রোজ বুভুক্ষ হৃদয়ে আদ্র হয়ে।
হে মহীয়সী…..
বেঁচে থাকো আরো হাজারটি বছর আমাদের কাছে।
তোমার ছায়ায় শিখে নেই কি করে নিজেকে দান করে আমৃত্যু বৈভবে থাকা যায় !
সাধারনে ও যে অসাধারন হয় ,
জেনে নেই তার খুটি-নাটি পন্থা।
জেগে থাকো মহামানবী তুমি দুঃখিনী মায়ের ছেড়া আঁচলের ফাঁকে মৃদু হাসি হয়ে।
এমন করেই কেটে যাক আরও কয়েকটি যুগ তোমার শুধু মানুষের হয়ে।
উৎসর্গঃ গুরু The great ডার্ক এভিল(HB Rita)কে

Add to favorites
2,125 views