ডুবে যাই -
Tondra Tabassum
Published on: অক্টোবর 14, 2017
অামি ডুবে যাই তোমার গভীর দৃষ্টিতে,
জ্বলজ্বলে তারকাময় ঐ অাঁখিতে,
অামি ডুবে যাই দুচোখের শীতল সমুদ্রের অাবেগে
অাবার ভেসে উঠি মসৃণ কঁচুন জলের তরঙ্গে,
অদৃশ্য হয়ে যায় নীল,
মহাসমুদ্রে ভেসে উঠে নীলাভ-সবুজ পান্না,
অামি অানমনা হই,
মেঘাচ্ছন্নের ধরন ধীরে ধীরে বহিয়া যায়
অাকাশগঙ্গার অমত্র্য অালোয়।
অামি প্রবণ হইয়া বাহির হই
দূরদূরান্তের অন্ধকারে অদৃশ্য তুমি
স্বর্গীয় জোয়ার মৃদু স্বরে কহিয়া যায় কথা
সর্বাঙ্গে বাতান্বিত হয় ক্ষণকাল
মহানন্দে অর্চনা করে প্রশান্তির।
অামি ডুবে যাই অতলতলে
তোমার তোমাতে অামি ডুবে যাই।

Add to favorites
976 views