তনু মেয়েটি -
এইচ বি রিতা
Published on: মার্চ 27, 2016
ওই মেয়েটির কাল কিছু কাজ ছিল
কাজ শেষে ঘরে ফেরার তাড়া ছিল
ওই মেয়েটি হঠাৎ করেই নিখোঁজ হল
আজ সকালে লাশ হয়ে ফিরে এলো।
ওই মেয়েটির পরনে কাল জামা ছিল
কালভার্টের কাছে নিথর দেহটি পরেছিল
ওই মেয়েটির মুখে আঘাতের চিহ্ন ছিল
জামাটিও এদিক-ওদিক ছিড়ে ছিল।
ওই মেয়েটির চুল ঢাকা হিজাব ছিল
তারপরেও চুলগুলো ওরা ছিড়ে দিল
মাটির উপর একটি জুতো পরেছিল
রক্তে মাখা শরীরখানা মুক্তি পেল।
ওই মেয়েটার আকাশ ভরা স্বপ্ন ছিল
আজ সকালে নতুন জামা পরার শখ ছিল
কুকুরগুলো পা উচিয়ে নাচছিল
ওই মেয়েটির নারী হওয়াই ভুল ছিল।
নেউড়ে কুকুর আগে থেকেই তাক ছিল
ওই মেয়েটির স্বাধীন চলাই কাল হল
সেনাপতির দৃষ্টিগোচরে ওরা পার পেল
কুকুরগুলো প্রকাশ্যে আজ অধিকার পেল।
ওই মেয়েটির চলার পথে ভুল ছিল
পাথার সমান বুকের পাটায় বল ছিল
নরপতিদের চক্ষুশূলের কারন হল
এমন সাহস মাথা উঁচানোর দিন এলো?
ওই মেয়েটির দেহ জুড়ে নদীর হিল্লোল ছিল
দেহের বাঁকে কুকুরগুলোর আহার ছিল
জানতোনা সে কুকুরগুলো অনাহারে ছিল
ওই মেয়েটির ঘরের বাহির হওয়াই ভুল ছিল।
ভাই বেরাদর কুকুর শ্রেণির আওয়াজ দিল
নাট্যদলের মেয়ে বলে তাই ঢেঁকুর তুলল
ভন্ড পীরের জলসায় ওরা বাতি দিল
ওই মেয়েটির পক্ষে বল আইন কি ছিল?
ওই মেয়েটির সোনা রোদ কপালে লাল টিঁপ ছিল
হৃদয় বৃন্তে কারো জন্যে এক মুঠো রোদ ছিল
মেঘলা আকাশে মধ্য দুপুর, এক বনবাসি সুর ছিল
ওই মেয়েটির সোহাগী হওয়ার স্পৃহা ছিল।
ওই মেয়েটির শৈশব বলে কিছু ছিল
মা-বাবা, ভাই-বোন হয়তো প্রিয়জনও ছিল
মায়ের ডাকে ঘুম ভাঙ্গানোর অভ্যেস ছিল
ওই মেয়েটি আজ চিরনিদ্রায় ডুবে গেল।
ওই মেয়েটির জন্ম হওয়াই ভুল ছিল
ধর্ষণকালে সে কথাটি ঠিক বুঝে গেল
রাষ্ট্র সমাজ কারো কাছেই কি বিচার পেল?
ওই মেয়েটির নারী হওয়াই ভুল ছিল।
ওই মেয়েটির মৃত্যুকালে সব ঘুমে ছিল
যেতে যেতে বুকের ব্যাথায় মাটি খামচে গেল
ওই মেয়েটি বাবার বুকে জড়িয়ে ছিল
ওই হতভাগী মেয়েটির নাম “তনু” ছিল।