তাজমহল -
কাব্য কবিতা
Published on: মার্চ 1, 2021

লিখেছেন- – সুচন্দ্রা মুখার্জী
অনাদি বোস নামজাদা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন বহু বছর
ধরে।ইতিহাসের শিক্ষক কে সবাই এক
ডাকে চেনে।ইতিহাসের প্রতি পাতায় তাঁর স্বাক্ষর;নাড়ি নক্ষত্র জানা আছে।
অনেক অভিজ্ঞ দক্ষ আর পারদর্শী সে।
শিক্ষকতা করে এতকাল কাটালেন;বহু
ছাত্র ছাত্রী তাঁর হাতে ইতিহাসে শিক্ষা
লাভ করেছে।
সেদিন ক্লাসে মোগল সাম্রাজ্যর ইতিহাস
পড়াতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হলো।
তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান তাঁর প্রেয়সী স্ত্রী মুমতাজের
স্মৃতি রক্ষা করতে।পৃথিবীর অষ্টম আশ্চর্য;স্থাপত্য কলার অনন্য নিদর্শন
কিন্তু কি দুর্ভাগ্য !পরীক্ষার
খাতায় একটা ছেলে বা মেয়ে সে কথা
উল্লেখ করেনি?সবাই একসাথে লিখেছে
তাজমহল তৈরী করেছিল দীনমজুর
দরিদ্র শ্রমজীবী মানুষেরা।
অনাদি বোস রেগে আগুন;তেলে বেগুন
সবাই মার খেল।বেদম প্রহার দিয়ে তিনি
ইকবালের কান মুলে দিলেন;আসিফকে
মেরে রক্তাক্ত করলেন;চড় চাপড় খেল
হামিদ শাহ।পরদিন ভাবলেন মার খেয়ে
ওরা ভুল শুধরে নেবে।
পরদিন ক্লাসে এসে যখন শান্ত হয়ে জিগ্গেস করলেন;”বলতো তোমরা কে
তাজমহল বানিয়ে ছিল?;”
ছেলেরা একবাক্যে উত্তর দিল;”স্যার
তাজমহল বানিয়েছিল খেটে খাওয়া গরীব দীন মজুরদের শ্রেণী।ওদের ই
রক্ত জল করা পরিশ্রমের ফল ঐ
মার্বেল পাথরের রাজকীয় তাজমহল।
তাদের কথা আমারা ভুলব কি করে?
শাহজাহান নাম কিনেছেন;শ্রমদান তো
করেন নি?;”
অনাদি বোস স্তব্ধ হয়ে চেয়ে রইলেন।
এতবড় সত্যটাকে স্বীকৃতি না দিয়ে উপায় নেই।

Add to favorites
801 views