তারে দেখে যাই -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 9, 2019
নিরবধি দেখে যাই তারে বিপুল তৃষা লয়ে,
ক্ষুদার তাড়নায় যেমনি অভুক্ত খাদ্যরে দেখে যায় ,
বৃষ্টির অপেক্ষায় আকাশে তাকায় যে করে কথিত চাতক,
সুর পিপাসায় মত্ত শ্রোতার আকুলতায় তারে দেখি,
চিত্রকরের সৃষ্টির নেশায় রংয়ের ছড়াছড়িতে,
দেখি তার বিস্তীর্ণ বিলাসী পোট্রেইট,
কবির কবিতা হয়ে ধরা দেয় যে ভাবের ব্যকুলতা,
তার ছন্দে দেখি তার ছান্দসিক ছলাকলা,
যেই মোহে পৃথিবী ঘোরে সূর্যরে কেন্দ্র করে,
আর চাঁদ অবিরত ঘূর্ণায়মান হয়ে হয় পৃথিবীর বাহুলগ্না,
যে নেশা লালন করে অবিরত,
রাত্রি ভালোবেসে আলোর পাখনা মেলে দেয় জোনাকি,
তারে দেখে যাই আমি ঠিক তেমন,
আগুনেরে ভালোবেসে পতঙ্গ নিয়ত সহাস্যে,
নিজেরে আত্মাহুতি দেয় যেমন ।

Add to favorites
702 views