তার সাথে দেখা -
শ্রীকান্ত
Published on: এপ্রিল 11, 2022
দু-দন্ড বৃষ্টি হলে ফুটপাতে সার্টিফিকেট ভেসে ওঠে-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
জমাটবদ্ধ শুদ্ধতম ভালবাসা সরনীর জ্যাম গিলে নেয়-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
জীবন বাঁচাতে মরনের সাথে সন্ধি জুড়ে রাখতে হয়-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
অবিশ্রান্ত সকাল কিংবা ঠোঁটে লেগে থাকা বিকেল নেই-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
খনি শ্রমিককে হিমশীতল ইনসোমনিয়া কফি দেয়া হয়-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
শরৎকালেই অপরিপক্ব ধানে নিঃসঙ্গ নবান্ন হয়-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
খুনিকেও ক্যাকটাস ঠাসা অভিনন্দন জানাতে হয়-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
অকৃতদার, বিরামচিহ্নহীন জ্ঞানবান বাবারা থাকেন-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
শ্বাসটা বহাল রাখতে একটা ‘তুমি’ আবশ্যক-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।
দ্বিপ্রহরে নাম ডেকে দুঃখের পরিবৃত্তি ঘটাবে-
ঠিক এমন একটা শহরে তার সাথে আমার দেখা।

Add to favorites
957 views