তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 1, 2019
প্রভূ তাদের কথা শুনেননা বা শুনতে পাননা
যারা তাঁর সামনে মাথা নত করতে চায় না
এবং তাঁর আদেশ পালনে সম্মত নয় বরং তাকে শুনতে দায়বদ্ধ করে;
প্রভূ সেইসব অনুরোধ পূরণে;
অপ্রত্যাশিত আবেগের প্রতি মনোযোগ নির্দেদেশ করেননা।
প্রভূ তাদের কথা শুনেননা যারা তার কাছে ফরিয়াদ জানায়
দৃশ্যত, তাঁর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হয়না
প্রভূ তাদের কাছে কেবল সত্য অদৃশ্যমান ক্ষমতাধর কেউ
তারা স্বাস্থ্যসেবা, ব্যবসা সাফল্য, সুখ-স্বাচ্ছন্দ ভিক্ষায়
প্রভূকে সিজদা জানায় এবং প্রতিত্তুরের অপেক্ষা করেনা
প্রভূ তাদের কথা শুনেননা যারা তাকে শুনতে দাবী জানিয়ে;
নিজেদের কান বন্ধ করে রাখেন।
প্রভূ তাদের কথা শুনেননা কেননা তারা বিভ্রান্ত-অবিবেচক
তাদের আকাঙ্ক্ষা দূরদর্শী নয়ত, তারা ধৈর্য্যহীন-অপরিতৃপ্ত
তারা শুধু চায় আর চায়, ক্ষুদা নিবারণের উপায় তাদের জানা নেই
প্রভূ কখনোই তাদের কথা শুনবেননা
যারা বহুতল ভবন গননা করতে গিয়ে দীর্ঘশ্বাস চাপে এবং
নিন্মতল ভূপৃষ্ঠে নজর দিতে ব্যার্থ হয়।
প্রভূ তাদের কথা শুনেননা কারণ তাদের প্রার্থনা প্রায়ই দিকভ্রষ্ট হয়
এবং তাদের প্রার্থনা এককেন্দ্রিক স্বার্থপর হয়
তারা জানেনা তারা কি চায়, কেনই বা চায়, কতটা চায়
তারা সুস্বাস্থ্য কামনা করে নিজেদের জন্য,
প্রভূর সেবায় নয়
তারা অর্থ কামনা করে ভোগের জন্য,
এখানে ভুক্তভোগীদের হক আদায় হয়না
তারা সন্তান কামনা করে নিজেদের হাতিয়ার হিসাবে,
প্রভুত্ব স্মরণে তাদের ভক্তি ও বিশ্বাস জাগ্রত করতে নয়
তারা উত্তম সঙ্গী কামনা করে সুখের জন্য,
প্রভূর প্রতি সমবেত হস্তে প্রার্থনা করতে নয়
অর্জন শেষে বর্জন করে অবলীলাক্রমে
প্রভূর আশীর্বাদকে কৃতজ্ঞতা জানাতে আগ্রহান্বিত হয়না।
তবে কি প্রভূ কখনোই তাদের কথা শুনেননা?
হ্যা! তিনি পাপীদের কথা শুনেননা
তিনি মুখ ফিরিয়ে রাখেন, তিনি মুখ ঘুরিয়ে নেননা
তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেন
তিনি বলেন,
‘যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন,
তবে আল্লাহর শরণাপন্ন হোন
নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ’
তিনি আরো বলেন,
‘তুমি যদি পৃথিবী-ভর্তি পাপ নিয়ে আমার কাছে আস
এবং শিরক থেকে মুক্ত হয়ে আমার সাথে সাক্ষাৎ কর ;
আমি পৃথিবী-ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব।’

Add to favorites
1,675 views