তুই কি আমার দুঃখ হবি -
এইচ বি রিতা
Published on: মে 3, 2012
তুই কি আমার দুঃখ হবি…?
ছন্নছাড়া জীবন নিয়ে
বাউন্ডুলে এলো চুলে
ঘুমহীন তোর চোখের কোলে
আদর হয়ে পরশ দিবি!
তুই কি আমার অশ্রু হবি…?
বুকের পাঁজর ভেদ করে
কল্পকথার গল্প হয়ে
শুষ্ক চোখের কোল বেয়ে
মাঝরাতে ঝরে পড়বি!
তুই কি আমার দীর্ঘশ্বাস হবি…?
শুন্য বুকে হাত বুলিয়ে
দুঃখ টেনে ঘুম পাড়িয়ে
মমতার চাদর গায়ে জড়িয়ে
মায়ার বাসর প্রহরী হবি!
তুই কি আমার সুখ হবি….?
কষ্টের গায়ে মলম লাগিয়ে
বুকের মাঝে জড়িয়ে নিয়ে
আলতো চুলে বিলি কেটে
নাক খানা তোর আলতো ছোঁয়াবি!
তুই কি আমার উষ্ণতা হবি…?
নিঃশ্বাসে তোর বিশ্বাস মেখে
হাজার তাঁরা সাক্ষী রেখে
আঁধার রাতের আলোর মত
শুকতাঁরা হয়ে ঝড়ে পরবি!
তুই কি আমার গল্প হবি…?
স্মৃতির খাতা শুন্য করে
দুঃখ যেথায় যাবে হেরে
নতুন পৃষ্ঠায় রঙ তুলিতে
ভালোবাসার গান শুনাবি!
তুই কি আমার প্রেমিক হবি…?
হাতটি ধরে আঁচল টেনে
পোড়া অতীত সবটা জেনে
জীবন দিয়ে জীবন গড়ে
বউ করে ঘরে নিবি!

Add to favorites
3,452 views