তুমিই সবকিছু -
মোঃ আরিফ হোসেন সর্দার
Published on: জুলাই 19, 2017
তোমায় নিয়ে মালা গেঁথে সময় কাটাব
এ জীবন হবে এক অফুরন ভব
তুমি ছাড়া এ জীবনে আছে কে আমার
তুমি হলে এ জীবনের আসল, আধার
–
সুখে সুখে কাটুক আমার সারাটি সময়
তুমি হলে এ জীবনের সোত্যো, সুখলয়
তুমি ছাড়া এ জীবনে আছে কে আমার
তুমি হলে এ জীবনের আসল, আধার।

Add to favorites
1,680 views