তুমি আজ এত সুখ আমাকে দিলে -
মোঃ আরিফ হোসেন সর্দার
Published on: জুন 27, 2017
তুমি আজ এত সুখ আমাকে দিলে
এত সুখ সইবেকি মোর কপালে
(২)
সুখের সাগরে আজ ভেসে বেড়াই
মনে হয় এত সুখ স্বর্গেও নাই
আমার জন্য এক উপহার তুমি আসলে
এত সুখ সইবেকি মোর কপালে
(৩)
যদি কোনদিন সব হারিয়ে যায়
সেদিন যেন বিধি মোরে তুলে নেয়
তুমি ছাড়া থাকতে চাইনা ধরাতলে
এত সুখ সইবেকি মোর কপালে
তুমিআজ এত সুখ আমাকে দিলে
এত সুখ সইবেকি মোর কপালে

Add to favorites
635 views