তুমি বিহীন নিঃস্ব -
Ahmed tipu
Published on: আগস্ট 8, 2019
তোমাকে ভালোবেশে আজ আমি
হয়েছি নিঃস্ব হয়েছি মন ভাঙ্গা এক
পথের পথিক হারিয়েছি জীবন থেকে
অনেক কিছু যা কখনো ফিরে পাবার নয়।
তোমাকে ভালোবেশে আজ আমি
হয়েছি ঘড় ছাড়া হয়েছি আমি এই
শহর ছাড়া হয়েছি বন্ধু প্রিয় মূখ এবং
আপনজন থেকে বিতাড়িত।
তোমাকে ভালোবেসে আজ আমার
ঠাই হয়েছে গহীন বন জঙ্গলে আর
একাকিত্ব হয়েছে আমার জীবন তোমার
স্মৃতি গুলো হয়েছে আমার সঙ্গী।
তোমাকে ভালোবেসে কেন আজ
কান্নার অতল জলে আমি ডুবছি
কেন আমি তুমি বিহীন এমন তো কথা
ছিল না কথা ছিলো দুজনে থাকবো
পাশাপাশি।
তোমাকে ভালোবেশে চোখের অশ্রু
দিয়ে ফোঁটে মনের কথা মুখের ভাষা
হৃদয় দিয়েও যায় না কখনো বোঝা,
বুঝাতে পারি না কাউকে নিজের অনুভূতি।
তোমাকে ভালোবেসে আমি হয়েছি শূন্য
আমার চারপাশ আঁধারে ঘেরা আমার
অন্তরের চারপাশ বিষণ্ণতায় ঢাকা আমার
চোখের কোনে কালো দাগ গুলো আঁধারে ঢাকা।

Add to favorites
787 views