তোমরা ভালোবাসো বলে -
অন্ধকার রাজ্যের রাজা
Published on: আগস্ট 24, 2016
তোমরা ভালোবাসো বলে, পত্রদ্বয়ের অধর ছিঁড়ে ফুল বেরোয়,
সুভাষ ছড়ায় বাতাসে, বাতাসে,
রাঙে ধরণী এক অনন্য রাগে।
আর আমার জন্য রয়, দূরের আকাশ,
ঝলসানো কিছু তারা,
যারা আজও পথহারা।
তোমরা ভালোবাসো বলে, পাখিরা কুঞ্জে কুঞ্জে গান গায়;
বাতাস তোলে এক অতৃপ্ত সুর,
নিয়ে আসে বসন্ত, রাঙা পত্র-পল্লব।
আর আমার জন্য রয়, কুয়াশায় মোড়া শীত,
ঝরে যাওয়া কিছু পত্র
যারা রয়েছে পড়ে যত্রতত্র।
তোমরা ভালোবাসো বলে, আয়োজিত হয় নানা সংস্কৃতির,
আকাশ-বাতাস হয় উতলা আনন্দের ডামাডোলে,
কবি বুনে নতুন নতুন ছন্দ-ছড়া। আর আমার জন্য রয়,
নিকষ কালো রাত;
শ্মশানে সাজানো কিছু কাঠ,
আর একখণ্ড এপিটাফ।

Add to favorites
1,876 views