তোমায় পাবনা বলে -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 11, 2013
তোমায় পাবনা বলে,
কত শত রজনী জেগেছি নির্ঘুম খালি পায়ে
রাতজাগা ভুতুম প্যাচার বেশে,
করুন সুরে নগরী পাহাড়ায় মেতেছি একলা রাতে।
তোমায় পাবনা বলে,
সাহারা কিংবা শ্বেত মরুভুমির উত্তপ্ত খরতাপে
জ্বলসে দিয়েছি দেহ মন একাকার করে!
মরুদ্দ্যানে হামাগুড়ি দিয়ে দিয়ে
ক্ষতবিক্ষত আমি তপ্ত ধুলীতে করেছি স্নান।
তোমায় পাবনা বলে,
সুকাত্রা দ্বীপ এ বনবাস নিয়েছি আজ কত বছর
ধরিত্রী থেকে বিচ্ছিন্ন আমি,
বিচ্ছিন্ন চেনা গলি, চেনা মানুষ।
কেঁদে কেঁদে ঝড় তুলেছি নিস্তব্দতায়,
চোখের নোনা জলে ভেসেছে হৃদয়
হার মেনেছে ডন জুযান এর বিষাক্ত লবনাক্ত হৃদ ও।
তোমায় পাবনা বলে,
কলার ভেলায় ভাসিয়েছি সুখ নীল নদে;
নায়েগ্রার জলপ্রপাত ও বড় কুৎসিত লাগে
তোমায় পাবোনা বলে,
আঁধার কোলে জুলন্ত আকাশের ওই চাঁদটিও
জ্বলসে যাওয়া পুড়া রুটির মত লাগে।
তোমায় পাবোনা বলে,
আর্থারিয়ান মহিয়সী গুইনেভারার প্রেম ও নিষীদ্ব লাগে
যুগ যুগ ধরে অসম প্রেম জিইয়ে রাখা,
নেপুলিয়ান আর জোসেপাইনের আত্ত্বত্যাগ ও নিরর্থক লাগে।
গ্রীক মিথ এর সেরা প্রেমিক যুগল
ওডিসিয়াস আর পেনেলোপ এর,
২০ বছরের দীর্ঘ প্রতিক্ষাও অসহ্য লাগে।
তোমায় পাবোনা বলে,
বিশ্বমন্ডল ও নড়বড়ে লাগে!
তোমায় পাবোনা বলে,
বেঁচে থাকাও বড় স্বার্থপর লাগে।

Add to favorites
1,573 views