শ্লোক -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 25, 2012
আকাশের বুকে যখন মেঘ কেঁদে যায়
গুড়ুগুড়ু ডাকে বিষাদ ছেঁয়ে যায়,
সূর্য রশ্মিতে আমায় কে রাঙাবে?
চোখের কোল ঘেঁষে যখন নোনাজল গড়ায়
নিঃস্বঙ্গতায় মন ডুবে যায়,
কে আমার দুঃখ মুছে দিবে?
একাকী রাতের আঁধারে যখন ক্লান্তি ছুঁয়ে যায়
কিছু পোকা কুরে কুরে ভিতর খেয়ে যায়,
কে শুনাবে তখন ঘুম পাড়ানি গান?
উদাসীনতায় যখন ছন্নছাড়া মন উড়ে যায়
বিবাগী মন অস্থিরতায় কাটায়,
কে আমায় দু’হাতে আঁকড়ে ধরবে?
ভাবনাগুলি যখন এদিক ওদিক ছুটে যায়
দিশেহারা জীবন লুটুপুটি খায়,
কে জড়ো করবে তাদের আমার কোলে?
ভরা পূর্ণিমায় যখন স্বপ্ন ডেকে যায়
চারিদ্বার আলোকিত জ্বোছনা হেসে যায়,
কে আমায় স্নান করাবে সেই জ্বোছনায়?
পশুদের নৃত্যে যখন হঠাৎ রাত হয়ে যায়
বিলম্বিত সময় দিন খেয়ে যায়,
কে জ্বালাবে তখন আমার ঘরে বাতি?
কোলাহল যখন এমনি করে হঠাৎ চুপসে যায়
কোথাও তোমায় আর খুঁজে না পাই,
আমাকে দুঃখের শ্লোক কে শুনাবে?

Add to favorites
1,214 views