তোমার জন্য কবিতা -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 18, 2018
এক সুচারু সঙ্গীত হয়ে
মর্মে আমার গেঁথে দিল একোন
বাসন্তী সুর,
কোন জনমের চির কাঙ্ক্ষিত কামনায়,
এ জনমে তোমারে হলো পাওয়া ।
তোমার চোখের বহতা ধারা,
হোক সে লোনা জল,
আমার বোধের ব্যাপ্তি ছাড়ি,
নিখিল মাঝে যায় যে ঝরি,
অমৃত বর্ষনে,
পূর্ণতা দিয়ে যায় মনে ।
তোমার নিরব অশ্রু ঝরা গীত,
আমার শুস্ক হৃদয় মাঝে,
ছড়ায় এ কোন প্রীত ।
তোমারে বেসেছি ভালো,
নিভিয়ে দিয়ে সন্ধ্যা প্রদীপ,
জ্বালিয়ে মনের আলো ।
জানি পাবে না পূর্নতা,
আমাদের দুটি শাখানদী এক মোহনায়,
খুঁজে পাবে না কভু জ্যামিতিক মিল,
শত অপ্রাপ্তির মাঝে,
কত ছন্দের সুর হয়ে নাচে,
এই প্রেমের সুপ্ত ঢেউয়ের শুভ্র ঝিলমিল।

Add to favorites
547 views