তোমার সাথে আমার কোন বিরোধ নেই -
এইচ বি রিতা
Published on: জুলাই 28, 2015
তোমার সাথে আমার কোন বিরোধ নেই,
বেঁচে থাকা জরুরী বলেই আস্তিনের ভাঁজে খুঁজি মুখ
বর্নীল রাতে দৃষ্টির কঠিন সীমায় পরবাসী মেঘ,
বিষাদের গাঢ়রাত্রি নীলে তবু শোকার্ত শুষ্ক ঠোটে মৃদু হাসি;
বলি, তোমার সাথে আমার কোন বিরোধ নেই।
তোমার বদৌলতে একপাড়ে শাড়ী, কাজল বিন্যাসে সুপ্ত লহরী
বিভ্রান্ত বিবর্ন নীলিমা, তবু একটি শুকতারা খশে পরে অন্নপাতে;
নিদারুন ক্ষরতাপে অলুক্ষনে বিনিদ্র রজনীতে
এত আয়োজন সব তোমার বদৌলতে; বলি
তোমার সাথে আমার কোন বিরোধ নেই।
জন্মবৃত্তান্ত খোঁজে গিরগিটি হয়ে লাফিয়ে পরি ডাল হতে অশ্মে
প্রেমিক পুরুষের গা ঘেষে নতজানু ঘাম তরতর করে নিতম্বে
তৃষ্ণার আগুন দেহ ছুড়ে রাত্রি মৌনতায় কড়া নাড়ে,
বিতৃষ্ণায় হেঁটে যাই বেশ্যা পাড়ায়;
খুপরিতে লাথি মেরে ষোড়শীর অনাবৃত বুকে পরম আয়েশে,
আমি কেঁপে উঠি, দিকভ্রান্ত জলবর্ষনে আবারো তোমায় খুঁজি;
বলি, তোমার সাথে সত্যিই আমার কোন বিরোধ নেই।

Add to favorites
815 views