তোমায় ভেবে -
আসাদুজ্জামান শাওন
Published on: আগস্ট 29, 2016
তোমায় ভেবে
আসাদুজ্জামান শাওন
—————————————
থেমে যাবো একদিন আমি শুধু তোমায় ভেবে,
মনে রেখো প্রিয়া তুমি আছো হৃদয় জুড়ে।
কষ্ট আমার লেপটে থাকে তোমার স্মৃতি বুকে,
মাঝরাতে গো ঘুম ভেঙ্গে যায় অশ্রু নোনা জলে।
অদ্ভুত চোখে আকাশ পানে দৃষ্টি ছুঁড়ে দূরে,
তোমায় আমি খুঁজি চলি শত তারার মাঝে।
জানি তুমি আসবেনা গো কভু না আর ফিরে,
অশ্রু চোখে ঘুম হয়ে যাই বিষাদ আঁকি স্বপ্নে।
কল্পনাতে ফিরে আসো আমার ভাঙ্গা মনে,
প্রহর গুণি আনমনে গো তোমার অপেক্ষাতে।
(স্বরবৃত্ত)

Add to favorites
2,026 views