দলবদল -
পেন্সিলে আকা পরী
Published on: নভেম্বর 8, 2016
বেশ কিছুদিন আগে আমি কবিতার ভালো পাঠক ছিলাম ;
কখনও প্রেমের কবিতাতে হৃদয়ে বুদবুদিয়ে করতো ভালোবাসারা ল
োপটটবার কখনও বা বিরহী পংক্তীতে শরীরের শিরায় শিরায় প্রবাহমান স্রোতে বইতো দ্বীর্ঘশ্বাস।
বেশ চলে যাচ্ছিলো সময়গুলো চায়ের কাপের উষ্ণ আমেজের মতো করে ;
আমার প্রিয় কবিতারা চালিয়েই যাচ্ছিল তার সদর্প চাষবাস!
আজকাল ভালোবাসার রংধনু আর কেন জানিনা কবিতার মলাটে ভর করে খিলখিলিয়ে হাসেনা আমার বইয়ের তাকে,
তার বদলে কবিতার বইয়ের পাতায় পাতায় এখন উইপোকাঁদের চাপা উল্লাস।
এখন শুধু কবিতারা লোভের কথা বলে,
কবিতারা এখন অক্ষর সাজায় বর্বর নরপশুদের যাবতীয় উদাত্ত রসীয় সঙ্গোপনীয় নিষিদ্ধ আলাপচারিতায় ;
আমার প্রিয় কবিতারা এখন আর জীবনের কথা বলেনা,
সামাজিক সুধীসমাজের আকন্ঠ যৌন তৃষ্ণার খোঁরাক হতে- আবেদনময়ী লাস্যতায় ভরপুর হয়ে এই শহরের গলির মোড়ে ল্যাম্পপোস্টের নিচে ঠাঁয় থাকে দাঁড়িয়ে!
তারপর রং মাখানো ঠোঁটে সমাজপতিদের উপচে পরা উগলানো প্রেমের চিহ্নস্বরূপ কটকটে কালশিটে দাগ নিয়ে ফিরে যায় আবারও সেই জরাজীর্ন বস্তিবাড়িতে।
ইদানিং আমার কবিতারা উপর্যুপরি ধর্ষিত হচ্ছে বারংবার মাঠে-ঘাটে,ঘরে কিংবা আঙ্গিনায় ;
অবোধ শিশু কবিতাদের জঠরে সদর্পে চালাচ্ছে কোদাল শক্তিধর কৃষক!
ফলশ্রুতিতে ফেঁটে চৌচির হওয়া নিতম্ব হতে আগত রক্তস্রোতের ধারায় উর্বর হচ্ছে তাদের রোপিত পুরুষত্ব নামক বীজ।
আচ্ছা হোক!
কিছু কবিতার অপমৃত্যুতে এই আমার কিই বা আসে যায়?
তাই আমি আর আজকাল কবিতা পড়িনা!
তার বদলে এখন আমার তাবৎ মনোযোগ সহজ গদ্য গল্পে।
আমি এখন শীতের মিষ্টি রোদে পিঠ পেতে এলোচুলে প্রেমের উপন্যাসে চোখ বুলাই,
প্রেমিকা নায়িকার কল্পিত আবেগে মূর্ছা যেতে যেতে ভিজে ওঠা চোখ মুছে নেই বারংবার!
আমি আর এখন কবিতা পড়িনা ;
কারণ কবিতারা ছেয়ে গেছে নাপাক নষ্টামিতে।
আমি হচ্ছি গিয়ে সভ্য পাঠক!
সামাজিক রীতি-নীতির আবহেই আমাকে বেঁচে থাকতে হয়।
আর তাই প্রিয়র তালিকা থেকে কবিতা নামক চোরা কাঁটাকে জড় সমেত উপরে ফেলে সেখানে শুরু করেছি নতুন করে গদ্যরসের হালচাষ।
যাকনা উচ্ছন্নে সব কবিতাগুলো;
ওরা মরে যাক,পঁচে গলে নিঃশেষ হয়ে যাক
তাতে করে আমার কি বা আসে যায়!
আমি বরং এক খিলি মিষ্টি মৌ পানে ঠোঁট রাঙ্গিয়ে অবশিষ্ট জীবনের সুখে থাকার রসদের যোগানদারিতে মননিবেশ করি ;
কখনও হয়তোবা ছিলাম আমি কবিতার পূজারী
তাতে কি!
ফুঁটো নায়ে পাল তোলার স্বপ্ন না দেখে আমি বরং জাহাজ যোগে সমুদ্র পাড়ি দেবার তোড়জোড় করি।

Add to favorites
1,759 views