দিনের হিসাব -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 6, 2019
দিন কেটে যায় দিনের হিসাব কষে,
সন্ধ্যা সকাল রাত-দুপুরে বসে,
আভিজাত্যের নাগাল পাবো কবে,
ফুটবে কখন বসন্তে সেই ফুল,
মাসের শেষে মাইনে পাবার আশায়,
বছর কাটে এক পলকে কত,
তোমার চোখে অনুকম্পা দেখি,
এমন সাধে রাত বিলাসী হই,
বিপুল সময় এই ভরসায় কাটে,
বুঝতে পারি মৃত্যু এলে ঘাটে,
আমারা সকল জাগতে ভালোবাসি,
সময় কখন বাঁধতে পারি কই,
রুগ্ন বিবেক চোখ-সন্মুখে ঘোরে ,
হিসেব করি বাঁচবে দিন আর কত,
নিজের হিসাব করবে আবার কেউ,
সময় গলে জন্ম নেওয়া ঢেউ,
স্বপ্ন গড়া স্বপ্ন ভাঙ্গার খেলা,
হিসেব ফাঁকে খেলছি অবিরত,
দিন কেটে যায় দিনের হিসাব কষে,
দিন-দিনান্তের মুখোমুখি বসে ।

Add to favorites
701 views