দীর্ঘশ্বাস লিখা#মিনা -
Kolpona mina
Published on: জুলাই 6, 2021
কুয়াশার চাদর ভেদ করে আকাশ দেখেতে না পারার অস্পষ্ট গোঙানি
নিঃশ্বাস নেয়ার তীব্র পরিক্রমায় ফুসফুসের উপর চাপানল
মাইগ্রেনের ব্যথার তীব্রতা নিয়ে অ-ঘুমের যাতনায় কেটে যায় তিমির শব।
কিছু পেইন কিলার পরে রয় বালিশের পাশে তারপর একদিন ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়
পরাজিত হয় পেইন কিলার নামক কিছু মেডিসিন
রংহীন বেদনার আকাশ ছুঁয়ে যাওয়া গল্পের ইতিরেখা টেনে দিয়ে মুক্তি নেয় জীবন ঘুড়ি।
গভীর সমুদ্রের নোনাজল না ছুঁয়েই পেয়ে যাই তিক্ততার স্বাদ
আকাশে ফানুস উড়াবো উড়াবো বলে অগ্নিদগ্ধ হয় অন্তনীলের আকাশ
আলোময় এই পৃথিবীতে আমার ছোট্ট পৃথিবীর কবর খুড়ার গল্প সবাই বলে বেড়ায়
এই বুকের ভেতর ছিদ্র হয় অসংখ্য ছিদ্র সেই ছিদ্র ভেদ করে নেমে আসে গভীর অন্ধকার সেই অন্ধকারের গভীরতায় হারিয়ে যায় একেকটি দীর্ঘশ্বাস ।

Add to favorites
989 views