দীর্ঘশ্বাস -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 5, 2012
আমার দেয়াল জুড়ে
ঘুণো পোকারা হেঁটে চলে
আমি অস্থির মনে
তাদেরই নেই তোলে ভুলে;
পথ যাই ভুলে আমি
পথ যাই ভুলে!
খেলার ছলে হেয়ালি মনে
কতো দূর যাই হেঁটে
নিয়তি লয়ে তুমি
করে যাও খেলা
আমি যাই অস্থিত ভুলে!
কে কাঁদে ওইদেয়াল আঁকরে
ঘুনোয় কেটেছে আমার বিশ্বাস
সন্ধিহীন মুক্ত আমি খালি পায়ে হাটি
জানালায় ওকি দিয়ে যায়; আমার দীর্ঘশ্বাস!

Add to favorites
1,069 views