দুঃখ -
এইচ বি রিতা
Published on: মার্চ 3, 2013
দুঃখ আমার নকশি করা জামার ভিতর
দুঃখ আমার দুই পর্বতের ঠিক মদ্ধি খানে
কার দুঃখ নেই ?
দুঃখ সবার আছে
দুঃখ ছিল, দুঃখ আছে, দুঃখ থাকবে।
নীল আকাশটা হঠাৎ করেই,
বৃষ্টি হয়ে যেমন দুঃখ ঝড়ায়
বাদুরের মত বাসে ঝুলে,
যুবকটি যেমন ঘাঁম ঝড়ায়
দুঃখ পোষা অডিসেইউস-পেনেলপ
বিশটি বছর নীরব যাতনায়
আনারকলি চার দেয়ালে জীবন্ত চাপা দুঃখ নিয়ে,
স্বজন হারা এতিম ছেলে,
দুঃখ উড়ায় খেলার ছলে
লাশের পাশে বিমূঢ় জননী
খাটিয়া কাঁধে পিতা চলে
অনাহারে মমতা কাঁদে
জীবন কেবল গল্প বলে
দুঃখ কার নেই? দুঃখ সবার আঁচলের ভাঁজে।
তুমি সেদিন বলেছিলে ,
দুঃখের সাথে বাস করা বিচ্ছিরি লাগে!
অবাক আমি হতবিহ্বল, বলেছিলাম-
দুঃখই যদি সইতে না পারো
তবে আমায় সইবে কেমন করে?
দুঃখ আমার দু’পা ধরে
জড়িয়ে রাখে আঁশটে পিষ্টে
সাদা কাল নানান রঙে
জড়িয়ে থাকে সারা গায়ে!
দুঃখ কার নেই ? দুঃখ সবার আছে
দুঃখ ছিল, দুঃখ আছে, দুঃখ থাকবে।

Add to favorites
1,743 views