দৃষ্টিকোণ -
আলী আহম্মেদ
Published on: নভেম্বর 5, 2016
বরাবরের মত আমি হতবাক হই
তোমার অদ্ভুত আচরণে
দু’চোখ যদি নামিয়ে নিবে
তবে কেন এভাবে চেয়েছিলে?
তোমার চোখ সরিয়ে নেয়া
হৃদয়ে বিষণ লাগে!
দু’চোখের দৃষ্টি যখন যায় সরে
অনেক কাছে থেকেও
মনে হয় আছি
যোজন যোজন দূরে।
আমায় দেখে যখন আধাঁর করো মুখ
চোখের জলে আমার ভেসে যায় বুক।
যখন তুমি আমায় অবহেলা করো
ক্ষতবিক্ষত হয় হিয়া
রক্তজমাট বাঁধে হৃদয়ে
ফুসফুস যেন যায় থেমে।
আমি কেঁদে মরি তোমার এমন আচরণে
বলো তুমি আমায় ভালবেসেছিলে কোন ক্ষণে?
03 November 2016

Add to favorites
778 views