দৃষ্টির অপমৃত্যু -
আসাদুজ্জামান শাওন
Published on: জুলাই 31, 2016
দৃষ্টির অপমৃত্যু
আসাদুজ্জামান শাওন
———————————–
আমি অবিরত তাকিয়ে থাকি
ও’র দু’টি চোখের অতল গভীরে,
ব্যাকুল ধ্বংসাত্নক হৃদয়ে-
অনেকটা নিথর দৃষ্টি নিক্ষেপ করে
অদূরে তাকিয়ে দেখি বীভৎস অদেখা আহত স্বর্গ।
ক্রমশও নিশ্চুপ আর্তনাদে
কেঁপে উঠি অজস্রবার অজানা দীর্ঘশ্বাসের ভয়ে!
আহা!প্রেমিকার নিষ্পাপ দু’টি শীতল চোখ
যে দু’চোখে একদিন ভালোবাসার সাত রং ছিলো,
কিন্তু,আজ সেই দু’চোখ জুড়ে শুধুই বিষাদে আঁকা নীল।
দৃশ্যমান রাগ,ক্ষোভ,ঘৃণা,আক্রোশ,প্রতারণা আর রহস্য!
প্রেমিকার শীতল দু’চোখের এমন অদ্ভুদ রং বদল
সেদিন ঝরিয়েছিলো বিরতিহীন অশ্রু,
অতঃপর অগণিত বেওয়ারিশ লোনা স্বপ্নের অপমৃত্যু।
আমি অসহায় আবেশে মৃত্যু চাদরে
অদৃশ্য বরণ করি,
অন্ধকারে সমাধি দিতে থাকি
নিজের অর্ধ-গলিত মৃত অস্তিত্ব।

Add to favorites
1,774 views