দৃষ্টি -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 3, 2015
পৃথিবীর সব আলো কি খালি চোখে দেখা যায়? না দেখা যায় সব কালো? ভিতরে ভিতরে কষ্টে পুড়ে যাওয়া ভস্মিভুত ছাঁই গুলোর আকার কেমন? রং কেমন? আবরণটাই বা ক’জন দেখতে পায়! জীবনের প্রতি ক্ষনে ক্ষনে এত চেপে যাওয়া কান্না, দায়ীত্ব,হতাশা, আড়াল করা মনের অনুভূতি….. জীবনটা আসলে এমন কেন? কারো ব্যাথা কেউ বুঝেনা, কারো কান্না কেউ শুনেনা। একটাই মন আমাদের, এই এক মনে কত যে ব্যাথা; কত যে কান্নার ঝংকার! কারো মনে না পাওয়ার ব্যাথা, কারো মনে পেয়ে হারানোর ব্যাথা। কারো বা কাছে পেয়েও ছুঁতে না পারার ব্যাথা।
দু’হাত বাড়িয়ে সুখ ডাকে নিশিতে। ছুঁটে যাওয়া যায় না। কিছু অতীত, কিছু ভবিশ্যত, কিছু দায়ীত্ব…. এমন ভাবে আমাদের আশটে পিশটে পা জড়িয়ে থাকে যে, সে বন্ধন ছিন্ন করতে গেলে নাড়ীর বন্ধনে টান পরে, হাজার বছরের পুরোণো সম্পর্কে টান পরে! না যায় তারে রাখিতে। না যায় তারে ছাড়িয়ে। এ কেমন জীবন আমাদের?
এত অসহনীয় কেন হয়ে উঠে বেঁচে থাকা মাঝে মাঝে! আমি কাঁদি বুকের জ্বালায়, পাশের বাড়ীর সালেহা কাঁদে পেটের জ্বালায়। ঘুরে ফিরে সেই তো একি…. অসনীয় ব্যাথা। বেঁচে থাকায় এত কষ্ট কেন? মরে গেলেই কি মুক্তি? পিছুটান রেখে কি মরে যাওয়া যায়? এই যে অভ্যাসের বশে কারো গা ঘেঁষে থাকা, একাকী রাতের আধারে তারা গুনার আশায় নির্জন প্রান্তরে হাঁটা, এই যে একটু ভাল থাকার জন্য কিছু স্বপ্নের আনাগুনা, এই যে মনের গহিনে দুঃখ পোষা, লুকিয়ে কারো জন্য অপেক্ষা, এই যে পুরনো চা এর কাপ কিংবা জুতো জুড়া…….. এ সবই তো পিছুটান; এ সবই তো মায়া।এত সব ফেলে মরে যাওয়া যায় কি?
কি যে ব্যাথায় একাকী প্রাণ কাঁদে, কি যে জ্বালায় এক জীবন নীরবে মুখ ঢাকে, কি যে অসহায়ত্বে বিষাদের আবরণে মুখের বলিরেখা স্পস্ট হয়ে উঠে….ক’জন বুঝে! কেউ বুঝেনা। কেউ দেখেনা। রাতের বোবা কান্নার সাক্ষী কেবল রাতের নীরবতা।

Add to favorites
1,669 views