দেখা হবে বন্ধু -
এইচ বি রিতা
Published on: মার্চ 3, 2012
দেখা হবে বন্ধু,
কোন এক সোনালি সকালে
দেখা হবে বন্ধু,
একাকি কোন এক বিকালে
দেখা হবে বন্ধু,
কোন এক অবসরে
দেখা হবে বন্ধু,
কোন এক কষ্টের ভিড়ে!
দেখা হবে বন্ধু,
শত বাস্ত সময়ের ভিড়ে!
দেখা হবে বন্ধু,
পুরাণো বাউল ঘাঁটের তীরে!
দেখা হবে বন্ধু,
বিষাদ মাখা ঘোর আঁধারে!
দেখা হবে বন্ধু,
মৌন অভিমান সুরে সুরে!
দেখা হবে বন্ধু,
স্মৃতির কোন এক পাতায়!
দেখা হবে বন্ধু,
বাউল বাড়ির সেই মেলায়!
দেখা হবে বন্ধু,
ভালবাসা বন্ধুতেবের টানে!
দেখা হবে বন্ধু,
গোপনে ঝড়া অশ্রুর প্লাবনে!
দেখা হবে বন্ধু,
তোমার কষ্টের একা দিনে!
দেখা হবে বন্ধু,
গীটার হাতে আরশি স্মরণে!
দেখা হবে বন্ধু,
কোন এক হেয়ালিপনায়!
দেখা হবে বন্ধু,
মান-অভিমানের দরজায়!
দেখা হবে বন্ধু,
দেখা হবে!
পিনটু বাউল/সোহাগ/সাইফুল/আরমান/বাবু/সেলিনা/জুয়েল/নাহিদ/তৃষ্ণা/লাভলি/মিঠি/নাছিমা স্মরণে।

Add to favorites
5,190 views