দেবী -
আজহার আহমেদ আজু
Published on: সেপ্টেম্বর 24, 2019
ভেজা চুলের ঝাপটা সমেত এসে দাঁড়িয়ে যেও আমার সামনে।
চুলের ইতিউতি ডগাগুলো থেকে যেন শিশিরবিন্দুর মত একরত্তি টপটপ করে মুক্তোপানি পড়ে।
তবে সেটা যেনো হয় সদ্য প্রস্ফুটিত প্রভাত বেলায়।
কপালের ঠিক মাঝখানে রক্তজবা লাল টিপ। ঠিক যেমনটা সূর্যোদয় হয় পতেঙ্গায়।
আর ভেজা জলকেলি পাপড়ির আশেপাশে কৃষ্ণকালো কাজল।
হাত যুগলে রেশমি নীল চুড়ির সমাহার নিয়ে এসো। আর পায়ের আঙ্গুলগুলো যেন চুমু খায় লাল আলতায়। আমি একনজর দেখেই তদনগদ পূরোহিত হয়ে যাবো। দেবীকে তো পূজোই দিতে হয়, তাই না বলো? ভালবাসার সকল প্রসাদ নিয়ে হাজির হবো তোমার উন্নতবক্ষপিঞ্জর থেকে কোমরের বিছার পথে ধরে পদযুগল অবধি।
আমি পূরোহিত হয়ে পূজো দেবো তোমায়, তুমি গ্রহণ করো আমার সেসবের আটপৌড়ে পুজোসমেত।

Add to favorites
2,090 views