দ্বিতীয় অস্তিত্ব -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 29, 2016
বলুন,
আপনি ভালবাসেন কিনা আপনার অস্তিত্বকে
যার উপর,
আপনাকে যথেষ্ট নির্ভরশীল থাকতে হয়।
হ্যা,
আপনি ছাড়াও আপনার আরেকটি অস্তিত্ব আছে।
বলুন,
আমি কি মিথ্যে বলছি?
ধরুন,
আপনার আরেকটা অস্তিত্ব স্বপ্ন
আচ্ছা,
আপনি স্বপ্ন কে অস্তিত্ব নাও ভাবতে পারেন
তবে বলুন,
আপনি এমন কোন দিন আছেকি স্বপ্ন দেখেন নি?
ধরুন,
আপনার আরেকটি অস্তিত্ব কল্পনা
হ্যা,
আপনি কল্পনার সাগরে কি কোন দিন ভাসেন নি?
আচ্ছা,
আপনার মন কি চৌদ্দভুবনের রাজা নয়?
মনে করুন,
আপনার আরেকটি অস্তিত্ব একটি কিশোরী মেয়ে।
আচ্ছা,
আপনি কি কোনদিন কোন কিশোরী কে আদৌ স্বপ্ন দেখেননি?
তবে কি
কোন কিশোরী আপনার মনে একবার ও দোলা দেয় নি?
বলুন,
একক অস্তিত্ব নিয়ে মানুষ বাঁচতে পারে কি?
আচ্ছা,
যদি বেঁচেই থাকে তবে কি তাকে জীবন বলা যাবে?
তবে,
আমি আমার দ্বিতীয় অস্তিত্বকেই বেশি ভালবাসি।
27 October 2016

Add to favorites
677 views