দ্বিতীয় জন্ম -
আসাদুজ্জামান শাওন
Published on: আগস্ট 31, 2016
দ্বিতীয় জন্ম
আসাদুজ্জামান শাওন
——————————————-
প্রেমিকা,
ধরে নাও আমাদের আবার পুনর্জন্ম হলো
অতঃপর দেখা হলো।
দু’জন-দু’জনার চোখের মাঝে অবিরত খুঁজে চললাম
আহত স্বর্গ,এক টুকরো অদ্ভুত ভালোবাসা
আর,দূরের ঐ পথটাতে হারিয়ে যাওয়ার কাল্পনিক সংকল্প।
সেই একই নীল শাড়ী শরীরে জড়িয়ে থাকা তুমি;
হাত ভর্তি সাত রংয়ের কাঁচের চুড়ি,
কপালে আঁকা অন্ধকারে ঢেকে থাকা অমাবস্যা উৎসব।
মায়াবী দু’চোখে নিকষ কালো আঁধারের বিজয় উল্লাস,
চোখে দৃশ্যমান ভালোবাসার আরেকটি উৎসব,
স্নিগ্ধ স্বর্গীয় প্রেমময় হাসি;
অধরে লেপটে থাকা অদ্ভুত কামনা।
তুমি ঠিক দাঁড়িয়ে আছো আমার প্রিয় কৃষ্ণচূড়া ফুল হাতে নিয়ে!
আমার সামনে দাঁড়িয়ে।
ঠিক সে সময়ে কি মিষ্টি হেসে বলবে ভালোবাসি?
অতল কিংবা অসীম।
না’কি মুখ ফিরিয়ে নিবে তুমি
মিলিয়ে যাবে অদৃশ্যে
যেমনটা হারিয়ে ছিলে একবার তুমি,
বিভক্ত হয়েছিলাম আমরা দু’জন দু’টি অজানা পথে।
অদ্ভুত হলেও সত্য-
যদিও দ্বিতীয় জন্মে আমার বিশ্বাস নেই।
তবে কি জানো
শেষ রাতে যখন দুঃস্বপ্নে তোমায় রচনা করি-
আনমনে বারান্দাতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখি এক দৃষ্টিতে,
তখন হঠাৎ করে না উদ্ভট প্রশ্নগুলো ক্রমশ বেড়ে উঠে।
বিকৃত মস্তিষ্ক কল্পনায় আঁকা তোমায় অবিরত প্রশ্ন করে যায়!
খুব ভালোবাসি তোমায় হয়ত তাই।
প্রেমিকা, আমাদের ভালোবাসা
হয়ত দ্বিতীয় জন্মেও অসমাপ্ত বিলীনে মিলিয়ে যাবে,
থেকে যাবে তোমায় ভালোবাসার অপূর্ণ মলিন ইচ্ছা।

Add to favorites
1,889 views