ধূলিশয্যা -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 22, 2018
ধূলিশয্যা
আসাদুজ্জমান শাওন
—————————————-
স্রোতস্বিণী ভাঙ্গা তীরে আনমনে বসে আছো তুমি
বাতাস ছুঁয়ে যায় গো তোমার শরীর তীর্থ ভূমি
নদীপথ বহুদূর মাঝিহীন তরী দূরগামী
অপেক্ষা তোমার বধূ অনন্তকাল নিশি নবমী।
রোদ-ছায়ার সঙ্গম নরম দূর্বা চাদর ঘাসে
লুটিয়ে পড়ে কুয়াশা শরৎ মৃত সবুজ ঘাসে,
দীঘল চুল তোমার উড়ে যায় দূর-পরবাসে
মন হারায় গো শুধু অজান্তে তোমায় ভালোবেসে।
নিষ্প্রভ অধরদ্বয় অভিমানে বিবর্ণ রং হয়
অভিমানগুলো যেন মাছরাঙা হয়ে উড়ে যায়;
শাড়ীর আঁচলে নিঃস্ব বৃদ্ধ দুপুর লেপ্টে রয়
নাতিশীতোষ্ণ নির্ঝর অশ্রু ফোঁটা স্রোতে যে হারায়।
দুর্লভ ভাষা তোমার অদ্ভুত শীতল কন্ঠস্বর
অনন্যা তুমি হে দেবী তোমায় গড়েছেন ঈশ্বর!
নাটকীয় অর্থহীন জাগতিক নিয়ম নশ্বর
অন্তহীন ভালোবাসা এ পৃথিবীতে অবিনশ্বর।
তোমার নীলাভ ব্যথা ঢেউয়ের জলে ভাসমান
নিষ্প্রাণ দৃষ্টি তোমার জলপথ ধরে দৃশ্যমান,
গোধূলির বিষাদের কাব্যে মেঘলা দিনের গান
ঝড়ে পড়ে মৃদু ব্যথা – মৃত দূরত্বের অবসান।
ছন্দ :- মহাপয়ার (৮+১০)

Add to favorites
611 views