নক্ষত্র পতন -
আলী আহম্মেদ
Published on: অক্টোবর 18, 2016
প্রতিদিন আমার আকাশের নক্ষত্র পতন
শুধু আমিই দেখি!
তোমার আকাশের দরজাটা বন্ধ
তাই তোমার দৃষ্টিতে
আমি বড্ড অন্ধ!
তোমার আকাশের দরজাটা যেদিন খুলবে
সেদিন হয়তো
আমার আকাশের সব গুলো নক্ষত্র পতন হয়ে যাবে।
আমার আকাশে একটি তারাও থাকবেনা
মিটিমিটি জ্বলার মত।
তোমার আকাশটা দেখার বড়ই ইচ্ছে ছিল আমার;
কেমন রঙ্গিন তোমার আকাশ?
তোমার আকাশের তারা গুলো কেমন উজ্জ্বল?
কখনো কি কালো মেঘে ঢেকে যায়?
খুব ইচ্ছে ছিলো-
বিভক্ত পৃথিবীর দুটো আকাশকে
একত্রিত করবো।
আলোকিত করবো আমাদের ভুবন।
তুমি দরজা খুলোই না
আর ক্রমশ আমার আকাশের নক্ষত্র পতন চলছে!
28 september 2016

Add to favorites
1,516 views