নন্দিনী ৪ -
Ajmery
Published on: নভেম্বর 17, 2017
নন্দিনী,
তুই ঘোমটা দিয়ে থাকবি আর কত!
খঞ্জরের আঘাত সইবি আরো শত?
নেড়িকুত্তা লাথি খেয়ে বলে উঠে ঘেউ,
তার গোপন ব্যথা দেখতে কি পাও কেউ?
অনেকে দেখেছি কষ্ট নিয়ে ঝুলে পড়ে,
বোকারামরাই জীবন থেকে দূরে সরে।
তুইও ঝাঁপ দে,আলিঙ্গন কর সাথে মরণে,
পৃথিবী তোদের মত বোকাদের রাখেনা স্মরণে।
তুই কি সেই,যে জীর্ণদেহে মমতার হাত বুলাস,
কতশত ক্ষুধিতের মুখে পরম স্নেহে অন্ন জুটাস।
তবে আজ কেন দখিণা বাতাসে তোর হাহাকার,
জানালা বন্ধ করে বালিশ চেপে করিস চিৎকার!
প্রিয়তম বলে প্রেমময় ডোরে যে নর কে আগলে রাখিস,
ওরে নরাধম,কি করে প্রেয়সীর প্রেম রক্তাক্ত করিস?
কার তরে অশ্রুজল নিভৃতে ফেলবিরে সই!
সিমারের বুকে সাহারা মরু, মায়াদয়া কই?
ঢের হয়েছে মঞ্চনাটক এবার থামা
সুখে থাকার অভিনয়ের পর্দা নামা।
ঝঞ্জা হাতে মাথা তুলে দাঁড়া দেখি সাহসিনী,
অসুর বিনাশকারীনী ত্রিশুল হাতে কল্যাণী।
ঘোমটা খুলে খেমটা নেচে অন্যায়ের বুকে খঞ্জর চালা,
নিয়মের দিব্যি ভেঙ্গে এবার সস্তির পথে হাটার পালা।
তুই তোরে কুকুর না,তুই তো শ্রেষ্ঠ মানুষ
সস্তা নিয়ম ভেঙ্গে ওড়া স্বপনের ফানুস।
November 15

Add to favorites
562 views