নন্দিনী -৫ -
Ajmery
Published on: ডিসেম্বর 22, 2017
আমায় নিয়ে খেলো না তুমি পুড়ে যাবে,
বিষের যন্ত্রণায় যখন কাতরাবে ওঝা কই পাবে!
আমি যে অগ্নি কন্যা কেবলই জ্বলতে থাকি,
হেসে হেসে করি খুন,ঝলসে যাওয়া দেখি।
হাজারো ছোবলের দাগ শরীর জুড়ে কেবল রক্তক্ষরণ,
অত:পর আমারই বিষ ছোবলে হবে তোমারই মরণ।
অবগুণ্ঠনের আড়ালে মুখ লুকিয়ে দেই সজল হাসি
হাসতে হাসতে নাচতে নাচতে শয়তানেরে পরাই ফাঁসি।
কোমরে চাবির গোছা নিয়ে চলেছি যুগের পর যুগ,
কখনো হাতে ত্রিশুল নিয়ে চিরেছি অসুরের বুক।
ভ্রান্ত প্রথাকে অঙ্গুষ্ঠ দেখিয়ে স্বপ্নের রথে চড়ি,
মিরাবাঈ হয়ে সাঁওতালদের সাথে বিদ্রোহের তীর ছুড়ি।
আমি নই অবলা ললনা অসহায় কোন বন্দিনী,
আমি যুদ্ধের ময়দানে তারামনবিবি সাহসিনী এক নন্দিনী।
December-11

Add to favorites
760 views