নসিমন-২ -
হতাশা কুইন
Published on: জুলাই 20, 2016
অতঃপর সে নছিমনের এলো চুলে আঙুল চালিয়ে, বুকে ঝাপটে ধরে বলল,
– পাগলী! তোমাকে খুব ভালবাসি,শান্ত হও!
নছিমন শান্ত হয়,ফুঁপিয়ে ফুঁপিয়ে এক সময় তার বুকে ঘুমিয়ে পরে।
তখনো তার বুকে নছিমনের নখের আঁচড়!
এমন ব্যাথায়-ভালবাসায় সন্মুহন, কে দেখেছে?

Add to favorites
2,239 views