নাগরিকত্ব বাতিলের আবেদন -
আলী আহম্মেদ
Published on: নভেম্বর 8, 2016
হে রাষ্ট্র,
আমার নাগরিকত্ব বাতিল করুন
বুলেটে বিদ্ধ করুন আমার পাষণ্ড হৃদয়
যত গুলো বুলেট ছুঁড়ে ছিলাম হানাদারের বুকে
তত গুলো বুলেটে আমায় ঝর্ঝরিত করুন।
হে রাষ্ট্র,
এ দেশে রাজাকার হয় সংসদ সদস্য-মন্ত্রী
আর মুক্তিযোদ্দারা রাস্তা ঘাটে অসহায় পিটুনি খায়।
বলুন রাষ্ট্র,
অস্ত্র হাতে দেশ স্বাধীন করা কি পাপ ছিল?
হে রাষ্ট্র,
দেশকে রক্ষা করতে আমি হানাদারের বিরুদ্ধে
নির্ভয়ে গোলাবারুদ ছুড়ে ছিলাম
আজ নিজেকে রক্ষা করতে বড্ড ভয় পাই।
আমি এখন অকর্মার ঢেকি
পঙ্গু, আহত, নির্যাতিত,ভিতু, অসহায়।
হে রাষ্ট্র,
বলুন আমায় কে রক্ষা করবে?
হে রাষ্ট্র,
আপনার বুকে মুক্তিযোদ্ধা কে রিকশা চালাতে হয়
আপনার বুকে মুক্তিযোদ্ধা কে ফেরি করে বাঁচতে হয়
আপনার বুকে মুক্তিযোদ্ধা কে জুতা সেলাইয়ের কাজ করতে হয়
আপনার বুকে মুক্তিযোদ্ধা কে ভিক্ষা করতে হয়
হে রাষ্ট্র,
বলুন কি জবাব দিবেন?
হে রাষ্ট্র,
আপনার বুকে মুক্তিযোদ্ধার কন্যা ধর্ষিত হয়
আপনার বুকে সংখ্যালঘু নির্যাতিত হয়
আপনার বুকে বন্দুকের নলে ক্ষমতার হিসেব হয়
আপনার বুকে বিরঙ্গনা কিংবা মুক্তিযোদ্ধার সহধর্মিণী কে না খেয়ে মরতে হয়
বলুন রাষ্ট্র,
আপনার কি করা উচিত?
আমার নাগরিকত্ব বাতিল করা নয় কি?
হে রাষ্ট্র,
আমায় এক ঘরে করে দিন নয়তো ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিন
আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা যে জাতির জন্য বোঝা স্বরুপ।

Add to favorites
775 views