নাশক -
Emran Hasan Joy
Published on: নভেম্বর 10, 2016
কতোনা অশ্রুজল, করুণ আকুতি,
‘ফিরে এসো, তুমি ফিরে এসো’
করিছো মিনতি…।
তখন হৃদয় পাষাণ যে ছিল খুব।
একবার পিছে ফিরা চাইনাই,
কাঁপা কাঁপা সুরে কান দেইনাই।
ধরে তুলিনাই প্রিয় সে দুখানি হাত।
তবে কি মোর প্রিয় প্রণয়ে মিশিয়াছিল খাঁদ?
আজ সে অশ্রু শুঁকায় গিয়াছে,
ক্লান্ত কণ্ঠ থামিয়া গিয়াছে,
টলে উঠা হাত আঁকড়ে ধরেছে মাটি।
মাটি, সেতো শুধু মাটি নয়,
সেইযে আসল খাঁটি…।
নিখাঁদ সে মনে বাসা বেঁধেছে,
রাগ, ঘৃণা আর ক্ষোভ।
কেনো যে তারে দেখায়েছিলাম,
ভালবাসার লোভ…।
দোষো, প্রিয়া দোষো তুমি মোরে,
দাও যত খুশি অভিশাপ।
ত্রিভুবনে যার ক্ষমা নাই হায়,
করেছি এমনি পাপ…।
আঁধারে, ডুবায়েছি তাহারে,
পারিনিকো আহারে, ধরিতে সে হাত।
কাহারে, কইবে সে কাহারে?
অস্ফুট প্রহারে, হৃদয় রক্তস্নাত…।

Add to favorites
775 views