নায়াগ্রা রোদন -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
নায়াগ্রার জলপ্রপাত স্তব্ধ বরফ শুভ্রতায়,
বহমান জলরাশি যেন বাক-প্রতিবন্ধী যুবক,
নিন্ম ভূমির নদীর চোখে সে হয়তো
বিরল মহাজাগতিক চিত্রকর্ম,
আদতে নায়াগ্রার বুকে রাত নেমেছে,
আমাদের প্রত্যেক মুহূর্ত রাতের অপেক্ষায় থাকে,
অপ্রত্যাশিত শীতঘুমে আচ্ছন্ন হবে বলে
রাত নামে কবিতার বুকেও একদিন,
আবার একদিন দেখা দেয় ভোর,
তথাপি আতংক থেকে যায় আমাদের,
নায়াগ্রা রাত ফিরে আসে আবারও কখন,
অনাহূত বরফ রোদনে,
তারপর এক অপূর্ব উদাসীনতায়,
কোন শিল্পী বরফের ভাস্কর্যে দেয় মৃত্যুর চক্ষুদান।

Add to favorites
90 views