নিঃসঙ্গ -
আলী আহম্মেদ
Published on: সেপ্টেম্বর 4, 2016
পৃথিবীতে কেউ নেই আমার!
আমি ছাড়া!
আমার গল্প আমিই লিখি
আমার চিৎকার আমিই শুনি।
আমার হাতটি ধরুক কেউ
চাইনি কোনদিন!
এতটায় অবহেলিত তাই আমি
স্মৃতির পাতায় হয়ে যাবো বিলীন!
আমার পচন ধরা বুকে কত ক্ষত
কেউ জানবেনা!
আমার মত নষ্টের পাশে কোন দিন
কেউ দাঁড়াবেনা!
বিষাক্ত ছোবলের যন্ত্রণায়
আমি ধ্বংস হয়ে যাই।
ধ্বংস হওয়ার পথে পথে আমি
দীর্ঘশ্বাস ফেলে যাই!
আমার অসাড় স্কেটাল ধরে
কেউ কান্না করবেনা!
আমার জন্য কেউ কোনদিন
প্রদীপ জ্বালাবেনা।
যদি আমার হৃদস্পন্দন ভূমিকম্প হয়
কেউ বুঝবেনা!
নিয়তির পানে চেয়ে হাহাকার করবে
আমার কষ্ট জানবেনা।
নিঃসঙ্গ দিকভ্রান্ত পথিক আমি
একাই চলে যাই!
অতল গহ্বরে হারিয়ে যাবো
আমার কেহ নাই!
3 September 2016

Add to favorites
1,797 views