অমাবস্যাতে তোমায় খুব মনে পড়ে চাঁদ;
খুব !
অনেক কথা বলতে ইচ্ছে হয়;
অনেক !
হৃদ পাতার দাগে দাগে লিখে রাখি
না বলা সব কথা_ ভরা পূর্ণিমাতে
তোমায় সব বলে দিব বলে;
সব !
অথচ,
পূর্ণিমার রাতে ভুলে যাই সব কথা;
ভুলে যেতে হয় বলে,
মুছে ফেলি হৃদ পাতার সব কথা;
মুছে ফেলতে হয় বলে !
প্রতীক্ষায় থাকি_
আমার শেষ অমাবস্যায়
আসবে তুমি প্রকাশ্যে;
সবার সামনে দিয়ে হাত ধরে
নিয়ে যাবো তোমাকে
স্বপ্নের সেই গভীরে_
যেখান থেকে আমাকে আর
আসতে হবে না ফিরে ।
দেখবো তখন শুধু দুজনে দুজনায়,
বলবো সব না বলা কথা,
পড়াব তোমার হৃদ পাতায়
যা আছে সব লেখা !

Add to favorites
891 views