নিমগাছ ও গোধূলির কথা -
হিরণ্য হারুন
Published on: ডিসেম্বর 13, 2016
বিদায় গোধূলি, বিদায় দিনের আলো— ভুলে গ্যাছি
আগামীকালের সূর্যোদয়ের কথা।
নির্ঘুম রাত, মরীচিকা সাথে মরুর পিপাসা :জীবন-মৃত্যু;
দু-একটা পাতা ছিঁড়ে খেয়ে নিলাম: তিতা রস—
গাছটির নাম ছিলো নিমগাছ।
গোধূলি ছোঁয়া বিদায়, বিদায় নিমগাছের ঝরো পাতা।

Add to favorites
856 views