ঝরা পাপড়ি -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
রাতে ফোঁটা ফুলটি যখন ঝরে গেলো প্রাতে,
বালতি ভরে জল ছিটিয়ে যায় নি তারে রাখা,
ছটফটিয়ে কয়েকটি রাত কেটে গেলো ঠিক,
কোনো ভোরে অবশেষে যায়নি তারে দেখা।
এক নদী বুক বৃন্ত জুড়ে লকলকিয়ে থাকা,
প্রহর কয়েক সংগোপনে হেসেছিলো সে,
ডালিমলালের রক্তচোখে গেয়ে প্রত্যাশার গান,
ঝরে গেলো রাতুল ভোরে দিয়ে ব্যথার দান ।
ভালো থাকার মন্ত্র জপে নিয়েছিলাম পিছু,
নিজের থালা শূন্য করে সদায় রাখি তাই,
অন্ধকারে আলোর দিশা গেলাম শুধু খুঁজে,
কাদা ছাড়া তিলক মাটি ভাগ্যে বুঝি আর নাই।
পাপড়ি জুড়ে গান ছিলো তার ছিলো কবিতা,
আমার গাঁথা একটি মালা পড়েনি তার চোখে,
বিভীষিকার ভীষণ আভা হলো মালীর সাথী,
ফুলদানিতে সাজিয়ে থেকে কাটুক তোমার রাতি।

Add to favorites
194 views