নিরেট রোদন -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
অল্প অল্প কথা বললে বেশি বেশি মোনে থাকে,
বলে ছিলো তার নীলাভ ঠোঁটের কাঞ্চনজঙ্ঘা,
দূর থেকে-বহু দূর থেকে তারে দেখা যায়,
নবীন অগ্রহায়ণে যখন খেজুর গাছ কাটে গাছি,
জানা ছিলো বহুদিন কথা না হলেও আমাদের,
তুমি আমাকেই ভালোবাসাবে পৌষের পবিত্রতায়,
সোনারোদ আর গাঁদার গাম্ভীর্যের পেলবতায়,
তোমার উঠোনে যারা লুটোপুটি খেলে যুগ থেকে যুগে,
আমার উদাসীনতা ডালপালা মেলে দিবে একদিন,
তোমার সান্ত্বনা-কবিতার মতো সত্য ছিল,
সত্য ছিলো বেদ-বাক্যের বিভূতি নিয়ে ঋষি মন্ত্র সম,
তারপর একদিন-শুধু একদিন কথা বলিনি বলে,
আমার কবিতা নিরেট হলো তোমার বিচিত্র বিভায়,
তুমি জানতে তোমাকে লক্ষ করে’ই আমি লক্ষিন্দর,
একাই ভাসলাম ভেলায় বিষের বারিতে,
এভাবে ডাইনোসর মোহ গিলে খায় রক্তমাংসের বেলা,
পরিযায়ী পাখিরা আসে আবার ফিরে যায় নীড়ে,
কীর্তন থেমে গেছে যে আখড়ায় বিবাগী হেমন্তে,
কেন তার মাধুর্য বার বার আসে ফিরে!তোমাকে ঘিরে।

Add to favorites
151 views