নির্বোধ নিষ্ঠুর _______রুপক চৌধুরী। -
রুপক চৌধুরী
Published on: ডিসেম্বর 24, 2015
তাদের বুদ্ধির দীপ্ততায় বাঙ্গলা হবে
আলোকিত,
সেদিন হারার পথেইতো ছিলি তোরা
নাই বা ভাবলি বাংলা বাঙ্গালীর
কথা,
মানুষের সৃষ্টির যা কিছু কল্যানকর,
কোনদেশ জাতি কবে তারে করেছে পর,
তারা বুদ্ধিজীবী, বুদ্ধির ভৃঙ্গার
আলোর পথিক ছিল,ছিল না অঙ্গার,
পৃথিবীরে দিত কত কিছু,
কেন বুঝলিনা তোরা জ্ঞানীর হয় না
দেশ,
তাদের আলোর তীর্যক গতি
ছুয়ে যেত কত দেশ মহাদেশ।
পাকিস্তানী হানাদার তোদের
এদেশি দোসর
আল বদর,আলশামস আর রাজাকার,
কত বাঙ্গালীর রক্তের স্রোতে
ভাসালি
তোদের রাক্ষুসে পিপাসার তরী,
আজকের এই দিনে একাত্তরে,
কিইবা হতো যদি ক্ষান্ত হতো
তোদের হিংসার বন্দুক, বেয়নেট, বুলেট
গুলি,
যাদের বুদ্ধি শুধু বাঙ্গালীরে নয়,
এই ধরনীর দিত আলোয় ভরি।
কি হলো লাভ জানোয়ার তোদের
এই পৃথিবীর ক্ষতি করি।
(
শ্রদ্ধা জানাই সকল শহীদ বুদ্ধিজীবী
দের।)

Add to favorites
1,721 views