নিশি -
আলী আহম্মেদ
Published on: আগস্ট 31, 2016
আমার নিঝুম রাতের সঙ্গী ঝিঁঝিঁ পোকার ডাক
আর দূর আকাশের কয়েকটি মৃদ্যু উজ্জ্বল তারা
এমন সময় আমার আন্দোলিত হৃদয় খোঁজে
কোন এক দিগন্তের অদৃশ্য অপ্সরীর মৃদ্যু স্পর্শ।
এই নিঝুম রাতে একাকী দূর আকাশে তাকিয়ে
মনে পড়ে হাজারো কবিতা হাজারো প্রিয় গান।
দূর আকাশের তারার সাথে জমে কিছু হারানো দিনের গল্প
কিছু ফেলে আসা দিনের উদাসী ভাবনায় নির্ঘুম কাটে রাত।
মুঠো ফোনের স্পিকারে বেজে উঠা শব্দগুলো হৃৎপিন্ড ভেদ করে
আন্দোলিত হৃদয় ঢুকরে উঠে কয়েক ফোটা অশ্রুতে পরিণত হয়।
মনে চায় দূর দিগন্তের কোন তারা এসে অশ্রু মুছে দিক
উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিক অপ্সরীর বুকের গহীনে।
28 August 2016

Add to favorites
2,695 views