নিস্তব্ধ পথ -
আল-হাজেন মাহমুদ বাবু
Published on: অক্টোবর 27, 2016
রাত্রি যখন গভীর হয়,
নিস্তব্ধ হয়ে যায় পৃথিবী।
ঘুমিয়ে পড়ে সকল কিছু
নিশ্চুপ হয়ে যায় সবই।
মাঝে মাঝে নিস্তব্ধতা ভাঙ্গে যায়
ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনে।
চাঁদ মামা উঁকি মারে
মেঘের ভেলার ফাঁকে।
ভয়ে চলে অবিরাম,
আলো আঁধারির খেলা।
আকাশ জুড়ে বসে তখন
সহস্র তারার মেলা।
তারার আলো সাজিয়ে দিয়ে যায়
রাতের নিস্তব্ধতাকে।
এরই সাথে যুক্ত হয়ে যায়
ক্ষুদ্র জোনাকীর আলো।
নিশাচর পশুরা বেরিয়ে পড়ে
খাবারের সন্ধানে,
নদীর পানি ফুলে উঠে
জোয়ারের প্লাবনে।
বাতাস যখন বয়ে চলে
বৃক্ষ তখন ধ্বনি দেয় মর্মর করে।
এরই মাঝে একাকী আমি
হেঁটে চলি উদ্দেশ্যহীন
নিস্তব্ধ পথে।

Add to favorites
1,169 views