নিস্তব্ধ পৃথিবী ##মিনা -
Kolpona mina
Published on: মে 14, 2020
গোধূলি লগনে বেলকনিতে দাঁড়িয়ে
দেখি পৃথিবীর বদলে যাওয়া রূপ
সন্ধ্যা হলেই শোনা যায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ
মধ্যরাতের জন্য আর অপেক্ষা নেই
পৃথিবীটাই যেন আজ মধ্যরাতের নির্জনতা
অট্টালিকার ভেতর হাজারো জীবন্ত হৃদয় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ঘুণপোকা
ভয় হয় শুধু ভয়
কি জানি কি হয়
পথে পথে নেই আর পথিকের আনাগোনা
পথ খুঁজে বেড়ায় পথিকরে
হায়! কোথায় হারিয়ে গেলো লক্ষ কোটি মানবের পদচারণা ?
সত্যি ভয় হয় খুব ভয়
বিশ্বজুড়ে শুধু মহামারীর সংশয়
কতো স্বপ্ন কতো আশা
সব ধূলিসাৎ মনে হয়
লক্ষ লক্ষ লাশের মিছিলে
ছুয়ে দেখি নিজেকে সত্যিই কি বেঁচে আছি ?
বিশাল আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস স্মরণ করিয়ে দেয় হ্যাঁ বেঁচে আছি মৃত্যুকে নিয়ে খুব কাছাকাছি।
চিৎকার করে বলতে ইচ্ছে হয়
ইয়া আল্লাহ আমরা কেউ ভালো নেই
ঘরে ঘরে মানুষ তালাবদ্ধ
পৃথিবীটা আজ ভীষন নিস্তব্ধ।

Add to favorites
1,232 views