নিস্প্রভ পুনরুত্থান -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
সেই চোখে তার আলো ছিলো ভরা,ছিলো না শুধু মায়া,
তাকিয়েছে সে নিস্প্রভ চোখে,সে নয়-শুধু যেনো ছায়া।
দু-চার পংক্তি কবিতা ছাড়িয়ে কী আছে আর বাকি,
ভেঙেছে জলসা ভোরের ডাকে,অন্যথায় যাবে সাকি ।
সুতো কাটা ঘুড়ি উড়ে যাবে জানি ইচ্ছে নদীর বাঁকে,
ফিরবেনা আর প্রাচীন পথে,উচ্চস্বরে যদি কেউ ডাকে।
ছন্দ আছে সবার মনে,কেউ কেউ বাঁধায় তাতে গান,
ছিন্ন বীণার সুরের প্রলাপ জানি বাড়ায় ব্যবধান ।
জমিয়ে রেখেছো রঙিন উঠোনে সেই প্রলয়ের দাগ,
অভিযোগ আছে,ঘৃণার আবিরে, তবু্ও কিছুতো থাক।
কত সিপাহী মরেছে রণে,কতো যুদ্ধ এখনোও বাকি,
কিছু কথা,কিছু গাঁথা,আর কিছু স্মৃতিতে বেঁচে থাকি।

Add to favorites
169 views