নীল বেদনা -
Ajmery
Published on: অক্টোবর 27, 2016
আজ ৭ই আগস্ট ২৩শে শ্রাবণ
দশ বছর আগে এসেছিল
জীবনে নতুন এক পাবণ।
আজও সেই পথ আছে
রাস্তার পাশে সারি সারি গাছ
একা আমি এই পথে আজ
নেই শুধু তুমি কাছে।
নতুনের আগমনে উচ্ছ্বাসিত
মুখরিত ভালোবাসায় পূর্ণ শিমুল
পলাশ আজ পত্রপল্লবিত।
সোনা ছড়া এই বিকেলটিতে
ভ্রান্ত সিঁদুর তুলেছিলাম কপালে
ছুটেছিলাম তোমার হাতটি ধরে
অজানা সেই অনিকেত প্রান্তরে।
তোমার বক্ষ পিঞ্জরে খুঁজেছিলাম ঠাই
কিছুদিন পর ভালোবাসা বিলিয়ে
বুঝলাম শুন্য ঘর, ভালোবাসা নাই।
মনে পড়ে সুকান্ত? সেই বিকেলবেলা
সাইকেলের আওয়াজ শুনে ছুটে আসা
সেই নীলাম্বরীকে চিনতে পারছ?
যার সনে খেলেছিলে সিঁদুর খেলা।
সেই সত্ত্বা, করেছিলে অস্বীকার যাকে
বেড়ে উঠা আমার ভিতর তোমার অস্তিত্ব
অঙ্কুরে বিনষ্ট করিনি তাকে।
আজ সে পরিস্ফুটিত, পরিমার্জিত
তাকে বাঁচাতে পাড়ি দিয়েছিলাম দিগন্ত
জানো তো নীলারায় হারতে জানে না
গড়েছি তাকে আমারই মতো।
পাপী গঙ্গায় স্নান করে যদি
শুদ্ধে পরিনত হও তুমি
তোমারই পাপ বহন করে শুদ্ধ,
পবিত্র, নিষ্পাপ ও আমি।
এই বিশ্বাসঘাতকতা ভুলি কি করে
পুতুল ঘর বাধার স্বপ্ন দেখছিলাম
কেমন করে অচেনা হয়েছিলে চেনা মানুষ
যাকে চিনতাম দীর্ঘ ছয় বছর ধরে।
কত নির্লজ্জ আমি তবুও
এসেছি তোমার সমাধিতে দেখো
সাথে করে নিয়ে তোমার অস্তিত্ব
ভালো আছি তুমিও ভালো থেকো।
আজও বৃষ্টি ঝরে দুঃখ বিলাসে
দেখে রাত্রি, জোনাকি পোকা
ভালোবাসার এই নির্মম পরিহাস
লেখা আমার প্রতি দীর্ঘশ্বাসে।
মনে পড়ে সেই কথা বলেছিলে সাঁঝে
“যাবো না নীলা ” ভগবানের দিব্যি
মনভুলানো কথা, বাঁশির সুর
আজও কানে বাজে।
জয়ী আমি দাড়িয়ে তোমার পাশে
হেরে গেছো সুকান্ত, পরাজিত সৈনিক
শায়িত তুমি, শুনতে কি পাও
নীলা রায় তোমায় আজও ভালোবাসে।
7/8/2016

Add to favorites
1,342 views